রায়হান রোহানঃ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের অপসারন দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করার সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এই ঘটনায় ৮ থেকে ১০ জনের মত আহত হয়েছে। এছাড়া একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ ঘটনা ঘটে।
আটককৃত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ শুভ। সে নর্থ বেঙ্গলের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিলো। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। মতিহার জোনের সহকারী কমিশনার বলেন, আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালাচ্ছিল। তাই তাদেরকের সরিয়ে দেওয়া হয়েছে। আর আটকের বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।
এর আগে বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে ‘রাবি দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ’ একাত্বতা প্রকাশ করেন।
মানববন্ধনে আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে সরকারের মদদপৃুষ্ট সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৩৫ জনকে আহত করেছে। এমনকি তারা জাতির বিবেক শিক্ষকদের গায়েও হাত দিয়েছে। তারা কিসের ছাত্র? ছাত্রলীগ বাদ দিয়ে তারা শুধু লীগ নাম রাখুক। তাদের কারণে পুরো ছাত্রসমাজ এ কলঙ্কের দায়ভার নেবে না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযের ভিসির অপসারণ চাই।
আমরা সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলবো এবং এ ন্যক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
তিনি বলেন, ‘দেশের সকল অনিয়মের ইজারা যেন ছাত্রলীগ নিয়েছে। এমন কোন শিক্ষাঙ্গন নেই যেখানে ছাত্রলীগ অনিয়মের সাথে জড়িত নাই। আজ দেশে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে অন্যায়ের প্রতিবাদ করা যায় না, ন্যায্য অধিকারের কথা বলা যায় না। সীমাহীন দূর্নীতির কারণে দেশে শিক্ষার পরিবেশ আজ ধ্বংসের সম্মুখীন। ছাত্র নামধারী ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলে না। দূর্নীতিবাজ প্রশাসনের সাফাই গেয়ে তারা আজ প্রশাসনের পেটোয়া বাহিনীর ভূমিকা নিয়েছে। এভাবে কোন বিশ্ববিদ্যালয় চলতে পারে না। অবিলম্বে প্রশাসনকে এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।’
উল্লেক্ষ, দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলায় আট জন শিক্ষক, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জরীতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার আন্দোলনে নেমেছে রাবি শিক্ষক-শিক্ষার্থীরা।