মোঃ সজিব মন্ডল; বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হলেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীকে এ এফ রহমান হলের প্রভোস্ট, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসানুল কবির পলাশকে সহকারী প্রক্টর করা হয়েছে।
রেজিস্ট্রার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার থেকে আগামী এক বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।
আজ দুপুর ১ টার সময় তাকে ফুলেল শুভেচ্ছা দেন মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সেসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক শামীমা সীমা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের অন্যন্য সদস্যবৃন্দ।