মোঃ মহিউদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ হলরুমেঅসহায়,ক্ষতিগ্রস্থ, অসুস্থ ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদস্য শতরূপা চাকমা প্রমূখ।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সব সময় অসহায়,দুস্থ ও ক্ষতিগ্রস্থ ও শিক্ষার্থীদের সাথে ছিল থাকবে। এ অনুদান আপনাদের প্রয়োজনে চাহিদা অনুসারে কিছুই না। তারপরও আপনাদের পাশে থেকে খাগড়াছড়ি জেলা পরিষদের সাহার্য্যে হাত সব সময় প্রসারিত ছিল। আগামীতেও থাকবে।
এ অনুষ্ঠানে আর্থিক সাহায্যের জন্য আবেদনকারী খাগড়াছড়ি জেলা মোট ৬০ জনের হাতে প্রধান অতিথি অনুদানের চেক তুলে দেন। আর্থিক সহায়তার জন্য জরুরী চিকিৎসা,দুর্যোগে ক্ষতিগ্রস্থ,অসহায় দুস্থ ও শিক্ষার্থীদের মাঝে মোট ১০ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।