আকিবুল ইসলাম হারেছঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার বদরপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৬ জেডিসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিজ্ঞান পরীক্ষা চলাকালে তাদেরকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন,বরকরই পীরমন্জিল দাখিল মাদ্রাসার ছাত্র মো.আমির হোসেন,লক্ষীপুর আলিম মাদ্রাসার ছাত্র মো.রবিউল আলম,বদরপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার দুই ছাত্র মো.বিল্লাল হোসেন ও আব্দুর রহমান,মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো.ওমর ফারুক এবং জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো.তোফাজ্জল হোসেন।
বদরপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মিজানুর রহমান পাটোয়ারী জানান,শুক্রবার সকালে জেডিসির বিজ্ঞান পরীক্ষা চলাকালে অসুদপায় অবলম্বনের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাঈমা ইসলাম তাদেরকে বহিষ্কার করেন।এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার মো.সালাউদ্দিন উপস্থিত ছিলেন।