আমার স্বপ্ন চিল হয়ে
ভ্রমণ করবো ধরা,
আমার স্বপ্ন আকাশের বুকে
জ্বালবো সুখের তারা।
স্বপ্ন আমার দূরের ঐ পাহাড় হয়ে
থাকবো স্তবদ্ধ হয়ে,
যেথায় কোনো দুঃখ নামের
হাতিয়ার আমায় ছুঁতে না পারে।
স্বপ্ন আমার বন হয়ে
মিশে যাবো বৃক্ষের মাঝে,
যেথায় কোনো হিংসা নামের
ছায়া আমায় গ্রাস করতে না পারে।
আমার স্বপ্ন শিখার মতো
স্বৈরাচারী পুড়িয়ে করবো ছাই,
আমার স্বপ্ন বাংলার মুখে
একটু সোনার হাসি ফোটাতে চাই।
স্বপ্ন আমার নদী হয়ে
ভেসে যাবো দূরে
যেখানে আছে সোনার বাংলা
পাবো কী তাহারে খুঁজে?
স্বপ্ন মানেই বেঁচে থাকা
স্বপ্ন মানেই আলো,
সুখের জীবন গড়তে হলে
স্বপ্ন দিকে চোখ মেলো।