এম.জে.এ মামুন।
রাজধানী ঢাকায় ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের শহীদ শেখ ফজলুল হক মনি শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠান ১৬ নভেম্বর ২০১৯ইং শনিবার উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণ ও শহীদ শেখ ফজলুল হক মনি শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের “এম.এস.হক মিলনায়তন” এর শুভ উদ্বোধন করেন।
ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠানের সূচনা করাহয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথী ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশেষ অতিথী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ কামাল, প্রকৌশলী এ.কে.এম আখতারুজ্জামান, কলাবাগান থানা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী মান্নান, ঢাকা দক্ষিন সিটি ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হোসেন হায়দার হিরু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি সংরক্ষিত কাউন্সিলর নারগীস মাহতাব, ঢাকা দক্ষিন সিটি ১৬নং ওয়ার্ড সভাপতি জামিল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক মো: সারওয়ার, হাতিরপুল ইউনিট আওয়ামীলীগ সভাপতি খন্দকার কামরুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন মজিব প্রমুখ।