মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা:
জাতীয় রপ্তানীতে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রৌপ্য পদক অর্জন করায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আইডিয়াল স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি, ‘নিহাও ফুড কোম্পানী লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক সৌমেন্দু বসু টুলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রৌপ্য পদক প্রাপ্ত সভাপতিকে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া-মুনাজাত করা হয় এবং বেসরকারী বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজামুর রহমান শামিম।
মাষ্টার ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, সংবর্ধিত অতিথি সৌমেন্দু বসু টুলু, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান শরীফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক মজুমদার, আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম, বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সিরাজ উদ্দিন, গ্রীণ বাংলা এজেন্সীর ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নবী আরাফাত প্রমুখ।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ সভাপতি আবুল খায়ের, সদস্য কামাল হোসেন মেম্বার, জাকির হোসেন, মাইন উদ্দিন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।