মেহেদী হাসান রিয়াদ, দেবিদ্বার (কুমিল্লা):
কুমিল্লার দেবিদ্বার থানার অদূরে নিউমার্কেট তাহের ম্যানশনের একটি মোবাইলের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় মার্কেটটির নিচতলায় অবস্থিত সিঙ্গাপুরী টেলিকমে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ ১৫লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগেও মার্কেটের আরও কয়েকটি দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।
এ দিকে দেবিদ্বার নিউমার্কেটে ঘনঘন চুরির ঘটনায় মার্কেটের নিরাপত্তার জন্য থাকা নৈশপ্রহরী ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
সিঙ্গাপুরী টেলিকমের সত্বাধিকারী মোঃ শরিফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় দোকান খুলতে এসে দেখা যায় দোকানের সাটার ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশে থাকা নগদ টাকা, দোকানে থাকা নতুন মডলের সাউমি, অপ্পো, স্যামসাং সহ বেশ কয়েকটি ব্রান্ডের মূল্যবান মোবাইল এবং দোকানে থাকা সিসি ক্যামেরার হার্ডডিক্সটিসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
থানার এসআই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগের প্রেক্ষিতে
দোকানের আশেপাশে থাকা সব সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে। আনুমনিক ৬-৭ জন পুরুষ এবং ২-৩ জন নারী এ চুরির সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক ভাবে তদন্ত না করা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। চুরির সাথে জড়তদেও পরিচয় পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।