সুব্রত কুমার,বাঘা,(রাজশাহী): আজ ২০শে নভেম্বর বুধবার বেলা ৩.৩০ ঘটিকায় জেলা প্রসাশক মোঃ হামিদুল হক মহোদয়ের সম্মেলন কক্ষে অতি সুন্দর পরিবেশে বাঘা উপজেলার মনিগ্রাম, বাজুবাঘা,পাঁকুড়িয়া ও গড়গড়ি মোট চারটি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গনের শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন,রাজশাহী।
তার ধারাবাহিকতায় চার নব-নির্বাচিত চেয়ারম্যান গনকে শপথ নামা পাঠ করান মান্যবর জেলা প্রশাসক মহোদয় রাজশাহী, জনাব মোঃ হামিদুল হক ।
সভায় আরও উপস্থিত ছিলেন, সু-যোগ্য উপজেলা নির্বাহী অফিসার, শাহিন রেজা, বাঘা,রাজশাহী , রাজশাহী জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান এডভোকেট লায়েব উদ্দিন লাভলু, সম্মানীত উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ,রাজশাহী, পারভেজ রায়হান , সহ অন্যান্য কর্মকর্তা,প্রিন্ট মিডিয়া,আগত সূশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিগন।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মহোদয় সকল নব-নির্বাচিত চেয়ারম্যানদের তাঁদের পরবর্তী কাজের নির্দেশনা সহ, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আজ ২০শে নভেম্বর বুধবার সন্ধায় বাঘা উপজেলা প্রতিনিধি সুব্রত কুমারের সাথে কথা হয় মনিগ্রাম ইউ,পির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সাথে তিনি বলেন, আজ থেকে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক গুন বেড়ে গেল। আমি এই ৫ বছরে মনিগ্রাম ইউনিয়নকে একটি মডেল ও ডিজিটাল ইউনিয়ন পরিষদে রূপান্তর করে উপহার দেবো। আমি মনিগ্রাম ইউনিয়নের সর্ব সাধারণের জন্য সর্বদা নিবেদিত আমি দলমত নির্বিশেষে সর্ব সাধারণের কাজ জন্য করবো ।