এনারুল ইসলাম রবি, বাঘা(রাজশাহী):
রাজশাহীর বাঘা উপজেলার নব নির্বাচিত ৪টি ইউনিয়ন পরিষদের সব শেষ নির্বাচন অনুষ্টিত হয় ১৪ অক্টোবর/১৯ উক্ত নির্বাচনে প্রতিদন্দিতা করে জয় লাভ করা চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান হয় মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলনকক্ষে গত কাল ২০শে নভেম্বর। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২১শে নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বাজুবাঘা, গড়গড়ী, পাকুড়িয়া ও মনি্গ্রাম ইউনিয়নের ৯ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন করে মহিলা মেম্বার সহ মোট ৪৮ জন জন প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিন রেজা। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মোঃ লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ। উপজেলা চেয়ারম্যান তার দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব শেষ ধাপ কিন্তু এখান থেকেই সবচেয়ে বেশী তৃনমূল পর্যায়ে জনগনের সেবা করা যায়।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিন রেজা নব নির্বাচিত ১নং বাজুবাঘা ইউনয়নের চেয়ারম্যান, অ্যাড. ফিরোজ আহম্মেদ রনজু, ২নং গড়গড়ী ইউনিয়নের চেয়ারম্যান, রবিউল ইসলাম রবি, ৩নং পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, মেরাজুল ইসলাম মেরাজ ও ৪নং মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম মোট ৫২ জন জনপ্রতিনিধিগনদের ফুল দিয়ে বরন করেন ও উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।