ডেক্স নিউজঃ
কুমিল্লা শাসনগাছা এক মুমূর্ষু রোগীর সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান ওমান কাশেম এর ভাতিজা আতিকুর রহমান আতিক। সুগন্ধা ড্রাইভারের নেতৃত্বে সন্ত্রাসবাহিনী দিয়ে ময়নামতি এ হামলা করানো হয়। হামলাকারীরা আতিকুর রহমানকে শারীরিক আঘাত করে।আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুরে শাসনগাছা বাস ষ্ট্যান্ড থেকে দেবিদ্বারের উদ্দ্যেশে রওনা হন, তার পর বাসের কন্টেকটর এক মুমূর্ষ রোগীকে সিট দিবেন বলে গাড়িতে উঠানোর পর সিট দিতে ব্যার্থ হন, তাই আতিকুর রহমান প্রতিবাদ করলে তার সঙ্গে ড্রাইভার ও কন্টেকটর অসৌজন্যমূলক আচরণ করেন। তাদেরকে একাদিকবার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য বলেন আতিক, কিন্তু ক্ষমতার অপব্যাবহার করে তার সঙ্গে তর্কে জড়ান গাড়ির স্টাফরা। তার পর ময়নামতি গাড়ি থামিয়ে সন্ত্রাসী দিয়ে তাকে হামলা করেন।এখবর দেবিদ্বার পৌছানোর পর সকল সুগন্ধা গাড়ি হাইস্কুল মাঠে আটকিয়ে তার সহপাঠীরা তার সাথে এমন আক্রমনের প্রতিবাদ করেন। পরে আতিককে ময়নামতি থেকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ বিষয়ে আতিকের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, আতিকের ওপর হামলায় জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। এবং প্রশাসনকে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এই প্রত্যাশা।