দিন মাস আর বছর পেরিয়ে
আসছে খুশির রাশি,
ধৈর্য্য ধরো বাঙালি তোমরা
পহেলা বৈশাখের আর কিছু দিন বাকী।
তার পরেই হবে আনন্দ
হবে রংয়ের মেলা,
আনন্দে দিন কাটবে সবার
হয়ে মাতোয়ারা।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
পেয়েছি স্বাধীন দেশ,
তাই তো ছয় ঝতু
একের পর এক
সাজছে নতুন বেশ।
পহেলা বৈশাখের উৎসবের দিনে
হবে পান্তা ইলিশের মেলা,
আর ও হবে নাচ-গান আর
ভাসবে আনন্দের ভেলা।
চারিদিকে পরবে হইচই
বাজবে পটকা বাঁশি,
বাঙালিদের মুখে থাকবে
সোনা ঝড়া হাসি।