সুব্রত কুমার- রাজশাহীর বাঘায় সাধারণ চিকিৎসক উত্তম কুমার সাহা ও তার পরিবারের প্রতি হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে রাজশাহীর বাঘা উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নানা রঙের প্লেকার্ড ব্যানার নিয়ে অংশ নেয় এলাকার শত শত মানুষ।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাঘা উপজেলার সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু), সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
সুজিত কুমার পান্ডে (বাকু) বলেন, লাক্স সুপার স্টার মিমের মা যত শক্তি ধর হোক না কেন উত্তমের চিকিৎসা আটকাতে পারবেনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলেতে পারি বাঘা বাসি তা মেনে নেবে না। পরিবারিক দ্বন্দ্বের কারনে উত্তমের সম্মান নিয়ে যে খেলা খেলছে তা বাঘাবাসি কখনও মেনে নেবেনা। চিকিৎসক উত্তম কুমার সাহা দীর্ঘ দিন ধরে এলাকার অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তবে কিছু লোকজন তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা বাঘাবাসি দলবল নির্বিশেষ এ সকলে এই তীব্র নিদ্রা যানাই সেই সাথে বলতে চাই এই ধরনের অপপ্রচার যেন না করা হয়।আমরা বাঘা বাসি এসএমএস এর মাধ্যামে মিমকে সুপার স্টার বানিয়েছি। কিন্তু তার প্রতিদান এভাবে দিবে ভাবতে পারিনি।
শিক্ষক পরিমল চন্দ্র বলেন, আমি শিশুকাল থেকে উত্তম এর চিকিৎসা নিচ্ছি কিন্তু কোন দিন কোন সমস্যা হয় নি।কিন্তু সমাজের সে একজন সম্মানি মানুষ উত্তম দা কে নিয়ে যে খেলা মিমের মা খেলছে তা কোনভাবে মেনে নেওয়া যায়না। ক্ষমতা থাকলেই অপব্যাবহার করতে নেই তাই আমি বলতে চাই এই মিথ্যাচার বাদ দিন। সমাজের মানুষ সব বুঝে তাই মিডিয়া ব্যাবহার করে লাভ নেই। আমরা মনে প্রানে উত্তম কে চাই।
কলেজ ছাত্রী মনিষা সরকার বলেন সময় টিভির মত একটি সুনামধন্য চ্যানেল কি করে কোন তদন্ত ছাড়া নিউজ করে তা আমার বোধগম্ম নই।আমি উত্তমের চিকিৎসার প্রসংসা করি তিনি বিনা টকা পয়সায় সেবা দেই।আর সাংবাদিক ভাইদের বলতে চাই আপনারা নিউজ করার আগে অবশ্যই সত্য ঘটনা জেনে নিউজ করবেন।আপনারা জাতির বিবেক আপনার দ্বারা আমরা অনেক কিছু দেখি ও শিখি।কিন্তু আপনার ভুল সংবাদ প্রচার করলে তা মেনে নেওয়া যায়না।
|
Leave a Reply