মো. শাহজালালঃ
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে যুব সমাজের আয়োজনে আবুল হোসেন-শাহজালল গোল্ড কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মোহাম্মদপুর মাদ্রাসার উত্তর পাশের হাজী তাজুল ইসলাম এর মাঠে এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে উক্ত খোলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ.টি.এম সাইফুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মজিবুর রহমান, লাবিব গ্রুপের প্রোডাকশন ম্যানেজার মো.জাকির হোসেন, সাংবাদিক মো.সাহিদ ইসলাম, মো.কামাল হোসেন, ইউপি চেয়ারম্যনের পুত্র তরুন সমাজ সেবক মো.আবদুল জলিল সরকার জনি, মো.আবদুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিনোদনই মানুষকে সুস্থ্য সবল করে রাখে। সুস্থ্য বিনোদন একটি আদর্শ জাতি গঠনের হাতিয়ার। যে জাতি সুস্থ্য বিনোদনে যত অগ্রগামী সে জাতি তত বেশি উন্নত।
তিনি আরো বলেন, এক সময় বাংলার গ্রামে গ্রামে হা ডু ডু, গোল্লাছুটসহ আরো নানা খেলা খেলে থাকত শিশু কিশোররা। আজ আর এই খেলা নেই নতুন প্রজন্মরা আজ গ্রাম বাংলা প্রাচীন খেলা গুলো হারিয়ে ফেলেছে।
প্রধান অতিথি বলেন সাংবাদিক মাসুম আরো বলেন, একজন মানুষের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনক বিষয় হল আমাদের খেলার মাঠগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ফলে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু, তরুণ, যুবক সবাই। তরুণ প্রজন্মকে বেশি বেশি খেলার সুযোগ তৈরি করে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল আবুল হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর উত্তরপাড়া যুবসংঘ ক্রিকেট একাদশ এবং রানার্স আপ মো.শাহজালাল মুহুরির নেতৃত্বে মোহাম্মদপুর পশ্চিমপাড়া টাইগার ক্রিকেট একাদশ উভয় দলকে ট্রফি এবং মেডেল বিতরণ করেন।