সুব্রত কুমার,বাঘা,(রাজশাহী): বাঘার মীরগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ। বিজিবির রাজশাহীর অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ জানান, বাঘার মীরগঞ্জ সীমান্তের চরে দুই কৃষক কাশবনের ঘাস কাটতে যান।
গতকাল ২৩শে নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে ভারতের মূর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। পরে বিজিবি গোয়েন্দা মারফত জানতে পেরেছে সন্ধ্যায় তাদেরকে ভারতের জলঙ্গি থানায় সোপর্দ করা হয়েছে। তবে অফিসিয়ালি বিএসএফ বিজিবিকে কিছুই জানায়নি।
আটককৃত ২ বাংলাদেশী শ্রমিকরা হলেন, বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম (৫০) ও মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলী (৩৫)।
আলাইপুর বিজিবি ক্যাম্প ও আটককৃত পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ২৩শে নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনীর চরে খড় কাটতে যায়। এ সময় ভারতের মূর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
শ্রমিক এরাজুল ইসলামের ছেলে রাসিদুল ইসলাম বলেন, ‘আমরা অতি দরিদ্র মানুষ। শ্রমিকের কাজ করে খায়। আমার বাবাসহ ৭/৮ জন শ্রমিক হিসেবে উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনীর চরে কাশিবনের খড় কাটতে যায়। সেখান থেকে বাবাকেসহ আরেকজনকে আটক করে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। অন্যারা পালিয়ে আমরা পালিয়ে আসছি।’
পালিয়ে আসা শ্রমিক সাজাহান আলী বলেন, ‘আমরা কাশি (খড়) কাটতে লাগার সাথে সাথে ভারতীয় বিএসএফ পেছন থেকে এসে দুইজনকে আটক করে। তবে আমিসহ আরো ৫/৬ জন কৌশলে পালিয়ে এসেছি।’
এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আবু তালেব বলেন, বাংলাদেশী দুই শ্রমিককে ফিরিয়ে আনার জন্য লিখিত আবদেন করলেও বিএসএফ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গ্রহণ করেনি। তারপরও আমরা ভারতের সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে বিজিবির রাজশাহীর অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ জানান, তবে তারা আমাদের রাত ১০ টা পর্যন্ত কিছুই জানায়নি। তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি