আকিবুল ইসলাম হারেছঃ
কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ওয়ারেন্টভূক্ত চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(২৬ নভেম্বর) চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবুল ফয়সল এর নির্দেশনায় এ.এস.আই মো.দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পুর্ব মাইজখার (তিতপুর) গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো.খোরশেদ আলম,মেহার মধ্যপাড়ার মৃত আ.রশীদ প্রধানের ছেলে মো.ফারুক হোসেন,বেলাশ্বর গ্রামের মৃত শব্দর আলীর ছেলে মো.দুলাল মিয়া ও একই গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. আরিফ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দেলোয়ার হোসেন মঙ্গলবার উপজেলার মাইজখার এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলমসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আবুল ফয়সল জানান,আটককৃতরা দীর্ঘদিন ধরে ধরাছোয়ার বাহিরে থেকে আদালতের রায় মাথায় নিয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে তারা আত্মগোপনে ছিল। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ওয়ারেন্টভূক্ত চার জনকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।