সুব্রত কুমার,ডেক্স রিপোর্টারঃ- ঢাকার এক প্রাইভেট কোম্পানীতে চাকরি করতো মিনহাজুল (১৭)।গত ১০ দিন আগে ছুটিতে বাড়িতে এসেছে। ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার হরিরামপুর মুন্সী পাড়ার পিন্টু মুন্সীর তৃতীয় ছেলে।
২৯ শে নভেম্বর রবিবার সকাল ১০ টায় নিজ বাড়ির দক্ষিন দুয়ারি শয়ন কক্ষ থেকে গলায় রশির ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। এর আগে রাতের যে কোন সময়ে আত্মহত্যার পথ বেছে নেয় মিনহাজুল। মানষিক ভারসাম্যহীনতার কারণে আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে দাবি করেছে তার পরিবার। তার মেজো ভাই আরাফাত জানান, ঢাকার গুলশান- ২ এ আইএসএস সিকিউরিটি কোম্পানীতে সিকিউরিটি গার্ডের চাকরি করতো তার ভাই মিনহাজুল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) নুরে আলম। এ সময় পিতা পিন্টু মুন্সী সহ পরিবারের সদস্যরা জানান,মানষিক ভারসাম্যহীনতার কারণে আত্মহত্যা করেছে। অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ এবং সন্দেহ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এ ব্যপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে ।
|
Leave a Reply