এআই রবি, বাঘা(রাজশাহী) প্রতিনিধি: কমিউনিটি রেডিও ‘রেডিও বড়ালের শ্রোতাসংঘ গঠন ও টিউনিং ক্যাম্পেইন’ টিম বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড জামনগর বাজারে সেখানকার নিয়মিত শ্রোতাদের আহ্বানে গঠিত হয়েছে “জামনগর বন্ধু শ্রোতাসংঘ”।
সামাজিক সচেতনতা, দায়বদ্ধতা, রেডিও বড়ালের কার্যক্রম ও সম্প্রচার সম্পর্কে শ্রোতাসংঘের সদস্যদের সম্যক ধারনা প্রদান করেন রেডিও বাড়াল শ্রোতাসংঘ গঠন ও টিউনিং ক্যাম্পেইনের কন্ট্রিবিউটর অর্গানাইজার জনাব মশিউর রাকিব ও মাসুদ রানা।
এসময় সেখানে জামনগর ডিগ্রী কলেজ ইংরেজী প্রভাষক মিঠুন কুমার পাল, ইউনিয়ন সমাজ কর্মী পুঠিয়া জনাব মোঃ মোকবুল হোসেন সহ অত্র অঞ্চলের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।