মোঃ সজিব মন্ডল ; বিশেষ প্রতিনিধি
শহীদ তাপস স্মৃতি সংসদের তত্ত্বাবধানে
আর ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণে শহীদ তাপসের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন।এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির শহীদ তাপস স্মৃতি সংসদের আহবায়ক আবদুল্লাহ আল নাহিয়ান রাফি,১৩-১৪ সেশনের জাহিদুল হাসান এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইয়াসিন,ইমরান,আল আমিন,রমজান,রাশেদ,নুরুদ্দিন,রিপন,জমির,শেখ আহমেদ,টুম্পা।
তারা মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহিদ তাপসের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করার জন্য জোর দাবি পেশ করেন।
তাপস হত্যার ৭ বছর কেটে গেলেও এখনো বিচার হয়নি। সাক্ষীর অভাবে এগোচ্ছে না মামলার বিচার কার্যক্রম। অন্যদিকে মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যাওয়ার অপেক্ষায় আছেন তাপসের অসুস্থ মা।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ কর্মী তাপস সরকার। তিনি চবি শাখা ছাত্রলীগের কর্মী ও সংস্কৃত বিভাগের ছাত্র ছিলেন।