নিজস্ব প্রতিবেদক :
দেশের অন্যতম জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা নগরীর কাশারিপট্টি মোড়ে হুমায়ন টাওয়ারের ৩য় তলায় দৈনিক আজকের কুমিল্লার হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
দৈনিক গণজাগরণের কুমিল্লা ব্যুরো প্রধান আরিফ আজগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণের অর্থ সম্পাদক মো. আবুল হোসেন সাজু এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক গণজাগরণের কসবা প্রতিনিধি খ ম হারুনুর রশিদ ঢালি, আখাউড়া প্রতিনিধি ময়নাল ভূইয়া, শাহরাস্তি প্রতিনিধি ছিদ্দিকুর রহমান নয়ন, কচুয়া প্রতিনিধি জামাল হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, লাকসাম প্রতিনিধি আবুল হোসেন বাবুল, নাঙ্গলকোট প্রতিনিধি হেলাল উদ্দিন, বরুড়া প্রতিনিধি লিটন মজুমদার প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ডাক দিয়ে যাই কুমিল্লা অঞ্চলের সহসভাপতি সৈয়দা তামান্না, আজকের কুমিল্লার ডেস্ক ইনচার্জ নাসরিন আক্তার হীরা, ছিদ্দিকুর রহমান নয়ন, হেলাল উদ্দিন, ময়নাল ভূইয়া প্রমুখ।
সভায় অতিথিদের কুমিল্লা আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।