এআই রবি, বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
সারা দেশের মত রাজশাহীর বাঘাতেও নেমেছে হাড় কাঁপানো কনকনে শীত, বইছে মৃদু ও মাঝারি
শৈত্যপ্রবাহ। গত দুদিন সূর্যের দেখা মেলেনি এই এলাকায়। পৌষের আগমনে সারা দেশে যেমন
শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী ও ছিন্নমুল মানুষের জনদুর্ভোগ।
শীতের পাশাপাশি ঘনকুয়াশা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।
হাড় কাঁপানো কনকনে শীত ও ঠান্ডা বাতাস উপেক্ষা করে শীতার্ত
মানুষদের মাঝে ছুটে গেছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা। সোমবার
বিকেলে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামে গরীর দুঃস্থ্য, ছিন্নমূল, ও অসহায়
শীতার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা
নির্বাহী অফিসার । সাথে ছিলেন আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক।
উপজেলা নির্বাহী অফিসার সমাজের বৃত্তবান সকলকে শীতার্ত মানুষদের প্রতি সাহায্যের
হাত বাড়িয়ে দেবার আহবান জানিয়েছেন।