২১ নভেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

1 min read

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট উছেন মে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় অথৈয় ইন্টার প্রাইজের মালিক আরিফ হোসেন (৪০) কে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা স্টান্ড কাঁচা বাজার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধরা মতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই সময় তিনি আরো কিছু দোকানে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন। দোকানিদের বিভিন্ন বিষয়ে সচেতনও করেন তিনি। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মনিরুজ্জামান সহ মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »