২১ নভেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রাজধানীর মিরপুর মডেল থানার আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 min read

Sojib Akbor, সিনিয়র প্রতিবেদকঃ


রাজধানী ঢাকার মিরপুর মডেল থানার আয়োজনে শেওড়াপাড়া মেহফিল কনভেনশন হলে ৪ নং বিটের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিএমপি ঢাকা মিরপুর ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন।
তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ছাত্রীদের খুনের সাথে যারা জড়িত পুলিশ তাদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, কোনো খুনির ঠাঁই এই বাংলার মাটিতে হবেনা।

পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে পুলিশ তৎপর, সমাজ থেকে মাদক নির্মূল করা, কিশোর গ্যাং গ্রুপ সমাজ থেকে উচ্ছেদ করা, মানুষের জানমালের নিরাপত্তা দেয়া সহ জনগণের বন্ধু হিসাবে পুলিশ কাজ করে চলেছে, চলবে আজীবন।

অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন আরো বলেন, দাগী খুনি, নৈরাজ্য সৃষ্টিকারী, মানুষের শান্তি বিনষ্টকারীর ঠাঁই এই বাংলাদেশের মাটিতে হবেনা। তিনি বলেন সমাজে যেখানে অপরাধ দেখবেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন। পুলিশ সকল সময় জনগণের সেবা দিতে প্রস্তুত।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াসউদ্দিন মিয়া ও মিরপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সাজ্জাদ রুমন।
এলাকার ছয় শতাধিক গণ্যমান্য সুধীবৃন্দ এসময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিরপুর মডেল থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মিলন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »