রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী হাতে সাংগঠনিক সম্পাদক প্রার্থী আহত
1 min readনিজস্ব প্রতিবেদক :
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক এনাম, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর সুমন ছত্রছায়ায় থেকে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, গভীর রাতে অবৈধভাবে সেগুন কাঠ ও ভারতীয় সিগারেট এবং বিভিন্ন ধরনের চোরা কারবারিতে অভিযুক্ত পার্বত্য রাঙ্গামাটি সরকারি কলেজের সভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে এবার আরেক ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গিয়েছে। হামলার শিকার আহত ওই ছাত্রদল নেতা একই কলেজের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও রাঙ্গামাটি পৌর ৬নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কাওসার।
জানা যায়, বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গামাটি সফর করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ, যুগ্ম-সম্পাদক মোঃ দেওয়ান পলাশ, মোঃ জসীম রানা, তানবীর আহম্মেদ তানু। তারা রাঙ্গামাটির বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রদলের রাজনীতি সু-সংগঠিত করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেন। নির্দেশনা পেয়ে রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে সুসংগঠিত ভাবে কাজ করা শুরু করেন ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, রাঙ্গামাটি সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও রাঙ্গামাটি পৌর ৬নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কাওসার।
গত ১৩ নভেম্বর রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা চলাকালে মোঃ সাকু নামে একজন ছাত্রনেতা কাওসার সহ অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালাগাল এবং বিএনপি’র দালাল বলে আখ্যা দেয়। মোঃ সাকু- বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও রাঙ্গামাটি সরকারি কলেজের সভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম শাকিল এর আপন ছোট ভাই। প্রোগ্রাম চলাকালে কাওসার বিষয়টি এড়িয়ে গেলেও ওই দিন বিকেলে মোবাইল ফোনে সাকুরে কাছে স্কুলে কেন এমন আচরণের কারণ জানতে চাইলে প্রতিউত্তরে সাকু বলেন, আমার ভাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আমার ভাই রাজনীতি করবে। তুই কেন ওখানে গিয়েছিস? আমার ভাইয়ের প্যানেল ছাড়া অন্য কেউ ওই স্কুলে রাজনীতি করতে পারবে না বলে আরেক দফায় অশ্লীল ভাষার ব্যবহার করলে দুজনের মধ্যে কথা কাটা-কাটি হয়।
ওই ঘটনার জেরে একইদিন রাত ৮টায় রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকা দিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটি সরকারি কলেজের সভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম শাকিল, তার ভাই সাকু, শাকিলের একান্ত সহযোগী রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হুদা, রাঙ্গামাটি সদর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আরেক সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আরিফ সহ প্রায় ১০/১৫ জন মাদক সেবী বখাটে ছেলেদের নিয়ে মোঃ কাওসারকে বেধরক মারধর করে গুরুত্বর আহতাবস্থায় রাস্তায় রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কাওসারকে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আগত কাওসারের বাবা রাঙ্গামাটি পৌর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পদাক মোঃ হানিফ প্রাথমিক ভাবে জেলা বিএনপি ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদল সংসদের প্রতিনিধি আরিফ, পলাশ, জসীম ও তানবীরকে বিষয়টি অবগত করেছেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিগন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেয়।
জানা গেছে, ওই ঘটনায় রাঙ্গামাটি সদর থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
অন্যদিকে ঘটনার সত্যতা জানতে রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শাকিলের মোবাইল ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গিয়েছে।