হাসিনার মতো করুণ পরিণতি বাংলার ইতিহাসে আর কাউকে বরণ করতে হয়নি : শিমুল বিশ্বাস
1 min readমেহেদী হাসান রিয়াদ :
বাংলার অতিত ইতিহাসের কথা স্বরণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শিমুল বিশ্বাস বলেছেন, বৃটিশের তাবেদারদের যে পরিণতি হয়নি, রাজাকার-আলবদরদের যে পরিণতি হয়নি, এরশাদের দোসরদের যে পরিণতি বরণ করতে হয়নি, অহংকারি, দাম্ভিক আওয়ামীলীগ আর শেখ হাসিনার তার চেয়ে করুণ পরিণতি হয়েছে।
সীমালংঘনের ব্যাপারে নমরুদ ও ফেরাউনের পরিণতির কথা স্বরণ করিয়ে দিয়ে শিমুল বিশ্বাস বলেন, এতো কিছুর পরেও হাসিনার শিক্ষা হয়নি। ৫ আগষ্ট দিল্লি পালিয়ে গিয়েও সে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
বুধবার (২০ নভেম্বর) ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজি) বিএনপির উদ্যোগে মহাব বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভার প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বক্তা ডা. এ জেড এম জাহিদ হোসেন (সদস্য, স্থায়ী কমিটি)।
বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমূখ। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সমবেত হাজারো জনতাকে উদ্দেশ্য করে শিমুল বিশ্বাস বলেন- ফেনীর মানুষ মুখে মুখে উচ্চারণ করে, ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’।
এ অঞ্চলের ইতিহাস স্মরণ করে শিমুল বিশ্বাস আরো বলেন- ফেনী, নোয়াখালী কিংবা বৃহত্তর চট্রগ্রামের মানুষ ভাগ্যাহত মানুষের মুক্তির জন্যে সম্রাজ্যবাদ, অধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াই-সংগ্রাম জারি রেখেছিলো।
এসময় ফ্যাসিস্ট হাসিনসাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি তোলেন বেগম জিয়ার এই বিশেষ সহকারী।