‘শহীদী মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার সাথে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ
1 min readক্যাম্পাস প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র-জনতাকে নিয়ে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৫ই আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন ব্যানারে অংশ নিয়েছেন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারসহ সরাসরি অংশগ্রহণ করেন শহীদী মার্চে।
শিক্ষার্থীরা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন নানা স্লোগান দিতে থাকেন সকল শিক্ষার্থীরাসহ তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও অংশগ্রহণকারীরা।
লাখো ছাত্র-জনতার অংশগ্রহণে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান-সংসদ ভবন-ফার্মগেট-কারওয়ান বাজার-বাংলা মটর-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় শহীদ মিনারে এসে থামে শহীদী মার্চের পদযাত্রা।
তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তেজগাঁও কলেজের ব্যানারে সরাসরি যুক্ত হতে পারে নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেছি। আমাদের কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন প্রকার কমিটি দেয়া হয় নাই এবং কোন সমন্বয়কও নাই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত; তাই আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আছি এবং থাকবো।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্যদিয়ে টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগের। আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।