২১ নভেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

1 min read

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

” আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পিআইও শোয়েব খান, পত্নীতলা ফাযার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কবির উদ্দিন আকন্দ, আইসিটি অফিসার কুলসুম খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা পারভীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সুধিজন প্রমূখ।

এ সময় পত্নীতলা ফাযার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কবির উদ্দিন আকন্দ এর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ  বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কশরত প্রদর্শন করা হয়।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »