২১ নভেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

সোয়ারীঘাটে শুল্ক আদায়ে বাধা, রাজস্ব হারাচ্ছে সরকার

1 min read

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাটে শুল্ক আদায়ে চরম বাধার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বৈধ ইজারাদার সালেহা খাতুন। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকা শুল্ক আদায়ের চেষ্টা করলেও একটি অসাধু চক্র তাকে ও তার কর্মীদের বাধা প্রদান করছে, এমনকি হুমকির মুখেও পড়তে হচ্ছে।

সালেহা খাতুন সাংবাদিকদের জানান, বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসারে সোয়ারীঘাটে টোল আদায়ের বৈধতা থাকলেও তাদের কাজে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে। তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং এমনকি তাদের ব্যবহার করা চেয়ার-টেবিল নদীতে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসানের মুখে ইজারাদার এ পরিস্থিতি নিয়ে বারবার বিআইডব্লিউটিএ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করেও এখন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলেন, তারা খাজনা দিতে আপত্তি করবেন না যদি তা সঠিকভাবে সরকারি রেট চার্ট অনুযায়ী তোলা হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়। তারা সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ছাত্র সমাজের একটি অংশ এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু মানুষ ভুল ধারণা ছড়িয়ে বলেছিল, খাজনা প্রদান করা যাবে না। তবে বিআইডব্লিউটিএ থেকে বৈধতা পাওয়ার পর তারা জনগণকে খাজনা প্রদান করতে উৎসাহিত করেন, কারণ এটি সরকারের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিআইডব্লিউটিএ’র উপপরিচালক রেজাউল করিম এ প্রসঙ্গে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে সোয়ারীঘাটের ইজারা বৈধভাবে প্রদান করা হয়েছে এবং ল্যান্ডিং স্টেশনে প্রবেশকারী যাত্রীদের জন্য ৫ টাকা এবং খেয়া পারাপারের জন্য ২ টাকা টোল নির্ধারণ করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে টোল আদায় শুরু হলেও কিছু অসাধু ব্যক্তি এ কাজে বাধা সৃষ্টি করছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করা উচিত নয়, কারণ এটি দেশের উন্নয়নের সাথে সরাসরি সংযুক্ত।

সালেহা খাতুন এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ টোল আদায়ে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, শুল্ক আদায় নির্বিঘ্ন করতে এবং দেশের উন্নয়নের স্বার্থে ঘাটগুলোতে সঠিকভাবে শুল্ক প্রদান নিশ্চিত করা জরুরি।

সোয়ারীঘাটে শুল্ক আদায়ের বিষয়ে চলমান সংকট দ্রুত সমাধান না হলে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হতে পারে, যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »