ক্যাম্পাস প্রতিনিধিঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি - তেকসাস।
তেকসাস’র নেতৃবৃন্দ বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন আপোষহীন একজন সাংবাদিক নেতা। তাঁর মত সাহসী সাংবাদিক নেতার মৃত্যু দেশের সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতির বোধহয় আজই হলো। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে যেকোন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশ, জাতি এবং সাংবাদিক সমাজ তার অবদান সারাজীবন মনে রাখবে।
তেকসাস’র নেতৃবৃন্দ মরহুম রুহল আমিন গাজীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
প্রধান সম্পাদকঃ সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান রিয়াদ
প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, সাধারণ বীমা ভবন, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা-১০০০।
হট লাইনঃ +880 1568 945 305