নিজস্ব প্রতিবেদক:
মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায় অধিকার রক্ষা, নির্যাতন-নীপিড়ন প্রতিরোধ, দলীয় লেজুরবৃত্তিহীন পেশাদারিত্ব নিশ্চিত করতে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)। একুশে টিভি ও জনকন্ঠ প্রতিনিধি এম এ রায়হানকে আহবায়ক ও সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির ৯ যুগ্ম আহবায়করা হচ্ছেন, আফজাল হোসেন (এনটিভি), শাহআলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথমআলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)। সংগঠনের উপদেষ্টা হিসেবে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজ এর নাম ঘোষণা করা হয়। এ আহবায়ক কমিটি আগামি তিন মাসে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
আহবায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন, প্রথম আলো বন্ধু সভা জাতীয় কমিটির চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন। তাকে নবগঠিত বাংলাদেশ সাংবাদিক কম্যুনিটি (বিএসসি)‘র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে।
মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনট ঘাটে আয়োজিত সাংবাদিকদের মিলনমেলায় দলবাজিমুক্ত, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতার কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, একশ্রেণীর দলবাজ সাংবাদিকের কারণে গোটা সাংবাদিকতা আজ চরম সংকটাপন্ন্ পরিস্থিতির মুখে পড়েছে। শোচনীয় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে শুদ্ধ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে বলা হয়, গণমাধ্যমের প্রতি শতভাগ আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা নিতে হবে। গতকাল দুপুর ১২ টায় সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় উপস্থাপিত মূল নিবন্ধে এ কথা প্রকাশ করা হয়।
সারাদেশে কর্মরত প্রধান প্রধান গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মি নিয়ে আনন্দঘন পরিবেশে দুদিন ব্যাপী এ মিলনমেলা শুরু হয়েছে।
অনুষ্ঠানে নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত রয়েছে। কক্সবাজারের ৫৩ বছরের পেশাদার সাংবাদিক দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন। এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন। বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। একইসাথে দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়।
দুইদিনের এই বৃহত্তর সাংবাদিক মিলনমেলার প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও নবীনগরের কথার জনপ্রিয় টকশোর সুপরিচিত উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপু।
প্রধান সম্পাদকঃ সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান রিয়াদ
প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, সাধারণ বীমা ভবন, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা-১০০০।
হট লাইনঃ +880 1568 945 305