২১ নভেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বানে গণতান্ত্রিক ফ্রন্টের মশাল মিছিল

1 min read

নিজস্ব প্রতিবেদক :

অবিলম্বে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছে একদল শ্রমিক।

১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করা হয়।

এসময় পল্টন মোড় থেকে মশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গুলিস্তান হয়ে জীবন বীমা কর্পোরেশন অভিমুখে মশাল মিছিলটি রওনা দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক জনতা দিশেহারা। চাল-ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে জীবন দিনাতিপাত করতে বাধ্য হয়। অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তারা।

মশাল মিছিলে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সহ-সভাপতি আবু সাঈদ প্রমুখ।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »