২২ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

কুমিল্লা হোমনায় শারদীয় দূর্গাপূজা মণ্ডব পরিদর্শন করলেন ইঞ্জিনিয়র এম এ মতিন

1 min read

কুমিল্লা হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় শারদীয় দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র একান্ত সহকারী সচিব ও জনপ্রশাসন মন্ত্রনালয় এর উপ-সচিব (অব:) ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
শনিবার (১১ অক্টোবর) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের হোমনার পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে হোমনা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এম এ মতিন খান।

পরিদর্শনকালে ইঞ্জি. মতিন খান বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।


তিনি আরও বলেন, নতুন একটি রেকর্ড সৃষ্টি করার সুযোগ হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। এক বর্ণের সাথে আরেক বর্ণের কোনো প্রতিশোধ-প্রতিহিংসা বা ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশি।

এসময় হোমনা উপজেলা বিএনপির কার্যনিবাহী সদস্য মহসিন বেপারী, হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ, পৌর বিএনপি নেতা রিপন, জহির, তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মো: হানিফ, ভাষানিয়া ইউনিয়নের বিএনপি নেতা শফিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ডের সদস্য কামাল মেম্বার, শাহজাহান মেম্বার, আব্দুল জলিল সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সজিব সরকার, যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল খান, ভাষানিয়া ইউনিয়ন বিএনপি নেতা ওয়াসিম আকরাম, হোমনা উপজেলা বিএনপি নেতা মাজহারুল আনোয়ার, রুবেল খান রাজসহ হোমনা-তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »