ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

আলীকদমে প্রথম বারের মত বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত

1 min read

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরূপ রূপময়। গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যর ধারক লালনে শীতের হরেক রকম পিঠা প্রদর্শণ ও বিক্রির মধ্যে দিয়ে ঋতুরাজ বসন্ত উৎসবকে বরণ করতে বান্দরবানের আলীকদমে অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি, শিক্ষকও শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম বারের মতো বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকার সময় আলীকদমের আমতলী এলাকার অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি,শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে প্রথম বারের মত বসন্ত বরণ,পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান শিক্ষক জয়নব আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দীন এমএ, বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক জয়দেব রানাসহ স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রথম বারের মতো আয়োজন করা পিঠা উৎসবের উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে হরেক রকমের রসালো বাহারী পিঠার পরিদর্শন শেষে অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »