ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রাজধানীতে হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

1 min read

মোঃ সেলিম সুমন :

রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া গোবিন্দপুর দারুল উলুম হোসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফে ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি রোববার গোবিন্দপুর মেডিকেল জামে মসজিদে দস্তরবন্দী অনুষ্ঠানে মাদ্রাসার মোতওয়াল্লী মোঃ আবুল হোসেন খোকন এর সভাপতিত্বে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূইয়া ও সেক্রেটারী আলহাজ্ব মোঃ আসিফ আহম্মেদ দুলু’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের সাংসদ ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মশিউর রহমান মোল্লা (সজল)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহাম্মেদ, গোবিন্দপুর এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ মোক্তার হোসন।

২৪তম বাৎসরিক ইসলামী সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, গোবিন্দপুর বাজার জামে মসজিদ ও মেডিকেল জামে মসজিদ এর খতিব পীরজাদা মাওলানা মোঃ এহসান উদ্দিন আহাম্মেদ খান। বিশেষ বক্তা ছিলেন, গোবিন্দপুর বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা বেলায়েত হোসেন।

এসময় অত্র মাদ্রাসার সাত জন কোরআনের হাফেজদের দস্তারবন্দী করা হয়। তারা হলেন, হাফেজ মোঃ ইমরান মাদানী, হাফেজ মোঃ রেজাউল করিম, হাফেজ মোঃ সামিউল ইসলাম, হাফেজ মোঃ সাকিবুল ইসলাম, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মোঃ ইয়াসিন আকাশ, হাফেজ মোঃ জিহাদ।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »