ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

হাফেজ ছাত্রদের নগদ অর্থ প্রদান করলো সৌদির আতিয়া আল জাহরানী ওয়াশরিক গ্রুপ অব কোম্পানি

1 min read

মো. তোফায়েল আহমেদ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে সৌদি প্রবাসী আরিফ এর প্রচেষ্টায় দ্বিতীয় বারের মতো আতিয়া আল জাহরানী ওয়াশরিক গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার বাদ জুম’য়া এ নগদ অর্থ হাফেজদের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, স্থানীয় সংগঠন গৌরসার মানবিক সমাজ কল্যাণ সংস্থাটি বিগত সময় স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ গরীব, অসহায়দের পাশে কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় মাদ্রাসার ছাত্রদের বিশেষ করে কোরআনে হাফেজদের দিকে বিশেষ সহায়তা সহ পুরস্কার প্রদান করে ওই সংস্থাটি। এরই ধারাবাহিকতায় সংস্থার অন্যতম সদস্য সৌদি প্রবাসী আরিফ হোসেন এর প্রচেষ্টায় সৌদির আতিয়া আল জাহরানী ওয়াশরিক গ্রুপ অব কোম্পানি হাফেজ ছাত্রদের জন্য আর্থিক অনুদান প্রদান করে।

সংস্থার নির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান ইভান ওই অর্থ মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মান্নান এর মাধ্যমে ছাত্রদের পৌঁছে দেয়।

এদিকে সংস্থার সদস্য সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ ‘আতিয়া আল জাহরানী ওয়াশরিক গ্রুপ অব কোম্পানি’র (সৌদি আরব) প্ল্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত ৬ এপ্রিল নগদ ১০ হাজার টাকা এবং এবার ১০ হাজার টাকা আর্থিক অনুদান সংগ্রহ করে সংস্থাটির মাধ্যমে হাফেজ ছাত্রদের মাঝে পৌঁছে দেয়।

উল্লেখ্য যে, ‘গৌরসার মানব কল্যাণ সংস্থা’ গত চার বছর ধরে এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে কুরআনে হাফেজদের মাঝে ইফতার ও সেহরী আয়োজন করে থাকেন। ওই গ্রামের প্রবাসীরা এ সংস্থার আর্থিক সহায়তায় ব্যাপক ভূমিকা পালন করেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »