১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

নতুন আঙ্গিকে ‘দৈনিক বাংলার আলো’ পত্রিকার শুভ উদ্বোধন

1 min read

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

“সত্যের পথে অবিরাম” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের বহুল প্রচারিত ‘দৈনিক বাংলার আলো’ পত্রিকাটি আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে নতুন আঙ্গিকে বাজারে আসছে।

এ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক বাংলার আলো’র নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন পত্রিকাটির সাফল্য কামনা করেন। তিনি বলেন, পত্রিকা একটি দেশের আয়না স্বরুপ। ঠাকুরগাঁওয়ে মাদক, দূর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ঘটনার উপরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এই আশা ব্যক্ত করি।

এদিকে পত্রিকাটির সম্পাদক প্রশান্ত কুমার দাস বলেন, আমরা এবারে নতুন আঙ্গিকে বাজারে এই পত্রিকাটি নিয়ে আসছি। লেখনীর মাধ্যমে সত্যকে সবার মধ্যে তুলে ধরব। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ঠাকুরগাঁওয়ের বহুল প্রচারিত এই পত্রিকাটি জেলা থেকে শুরু করে প্রতিটি উপজেলায় পাওয়া যাবে বলেও জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ও বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলার আলো’র সার্কুলেশন ম্যানেজার মিজানুর রহমান রানা।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »