ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

তাড়াশে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

1 min read

সাব্বির মির্জা, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধশত স্টল অংশ গ্রহন করে। স্থানীয় ডেইরী মালিক ও খামারীরা এ প্রদর্শনী মেলায় অংশ গ্রহন করেন।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। প্রধান অতিথি প্রদর্শনী স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভুমি) মো. খালিদ হাসান, পৌর মেয়র মো. আব্দুল রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মসগুল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( অতিরিক্ত) ড. মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক, তাড়াশ প্রেসক্লাব সভাপতি এম. আতিকুল ইসলাম বুলবুল প্রমূখ।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Developed by VJ IT.
Translate »