২২ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

রাজবাড়ীতে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে নিহত ১, আহত ২

1 min read

বাবলু শেখ, রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সিংগা বাজারের পাশে সমেশ পুর গ্রামে ২১শে জুন ২০২৪ রোজ শুক্রবার দুপুর ১ টার সময় গাছের কাঠ বোঝাই নছিমন সিংগা বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় ও মোটরসাইকেল সিংগা বাজার হইতে দাদশীর উদ্দেশে যাওয়ার সময় সমেশপুর পাকা সড়কে নসিমনে থাকা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে গিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত লেগে আহত হয় মোঃ শহিদুল নামে এক কিশোর । স্থানীয়রা মোঃ শহিদুল মন্ডল ১৮ কে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দুপুর ১,টা ৩০মিনিটে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

রাজবাড়ী সদর উপজেলা ২নং দাদশী ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বাচ্চু বলেন নসিমনে এলোমেলো ভাবে অতিরিক গাছের কাঠ বুঝাই করা ছিল,তাতে সড়কে জায়গা কম থাকায় ক্রসিং করতে সমস্যা হওয়ায় নছিমনে থাকা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারায় শহিদুল ।

মৃত শহিদুল এর বড় ভাই জানান দুর্ঘটনার পরে নসিমন চাল দৌড়িয়ে পালানোর চেষ্টা করে স্থানীয় এলাকাবাসী ঘাতক চালক রাজীবকে অনেক চেষ্টার পর দৌড়িয়ে ধরতে সক্ষম হয় ।
আমরা সাত ভাই বোন আমার ছোট ভাই শহিদুল হচ্ছে সেজো আমরা তিন ভাই চার বোন শহিদুলের বিয়ের জন্য মেয়ে দেখার কথা চলছিল আমার ভাইয়ের আর বিয়ে হলো না , অকাল মৃত্যুতে তার বিদায় নিতে হলো ।


সিংগা বাজার স্থানীয় বাসিন্দা নুরুন্নবী জানান এই মোটরসাইকেলে তিনজন ছিলেন তারা তিনজন একই বয়সের একই সঙ্গে ডেকোরেটরের কাজ করতেন সিংগা বাজার হইতে তিনজন একটি মোটরসাইকেলে দাদশীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।মোটরসাইকেল চালক মোহাম্মদ নয়ন , মোটরসাইকেলের পিছনে বসে ছিলেন মোহাম্মদ নিরব , দুইজনের মাঝে বসে ছিলেন মোহাম্মদ শহিদুল মন্ডল , চালক নয়ন পিছে থাকা নীরব তাদের তেমন কিছুই হয়নি একটু আহত হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তার তাদেরকে ছেড়ে দেন।
মাঝে বসে থাকা শহিদুল কে অকাল মৃত্যুবরণ করতে হলো। মৃত মোঃ শহিদুল মন্ডল (১৮), পিতা মোঃ নুরাল মন্ডল, গ্রাম: সমেশপুর, ওয়ার্ড নং- ৩, ইউপিঃ দাদশী, থানাঃ জেলা রাজবাড়ী। নয়ন ও নিরব একই গ্রামের ছেলে বলে জানা যায় ।

ঘাতক নসিমন চালক মোঃ রাজীব শেখ বলেন আমার নসিমনে কাঠ বোঝাই ছিল সিংগা বাজারের দিক হইতে একটি মোটরসাইকেল দূরত্ব গতিতে এসে নসিমনে থাকা কাঠের সঙ্গে ধাক্কা দেয় , তাতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে যায় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন , তারপরের কোন ঘটনা আমি বলতে পারছি না । মোঃ রাজিব শেখ, পিতা মৃত আফিল শেখ । গ্রাম আলাদিপুর থানা সদর জেলা রাজবাড়ী ।

রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে , ঘাতক নসিমন সহ চালক মোঃ রাজিব শেখ কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে , পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান ।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »