২২ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

জমি বিরোধের জেরে বৃদ্ধ’র উপর হামলা, থানায় অভিযোগ

1 min read

আহত বৃদ্ধা হাবিবুর রহমান জমদ্দার

নিজস্ব প্রতিবেদকঃ

শরীয়তপুরের পালং মডেল থানাধীন সিংগাড়িয়া এলাকায় হাবিবুর রহমান জমদ্দার নামক এক বৃদ্ধ’র উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এঘটনায় আহত বৃদ্ধ’র স্ত্রী মোসাঃ পারভিন বেগম পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাবিবুর রহমান জমদ্দার বলেন, রাতে আমার বাড়ির উঠানে এসে জমি সংক্রান্ত বিরোধে সৃষ্ট পূর্ব শত্রুতার জের ধরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি ঘর থেকে বের হয়ে তাদের গালিগালাজ করতে নিষেধ করলে; শাহিন আকন, আরিফ, পাপিয়া বেগম, জাকিয়া এবং বেগম আমার উপর আকষ্মিক হামলা চালায় এবং মারধর করে। আমার ডাক-চিৎকারে আমার স্ত্রী এবং কন্যা ঘর থেকে বের হলে তাদেরও মারধর করে।

পরে আমাদের ডাক-চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় আমার পরিবার আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরোও বলেন, হামলাকারীরা খুবই খারাপ প্রকৃতির লোক। এলাকার লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর একাধিক অভিযোগ রয়েছে। আমিসহ এলাকাবাসী এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা চাই এবং আমার উপর এহেন সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অভিযোগকারী জানায়, প্রবাসে থাকা আলমগীর আকন এর ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। এহেন সন্ত্রাসী কর্মকান্ডকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছে প্রবাসী আলমগীর আকন।

বৃদ্ধ’র স্ত্রী পারভিন বেগম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা থেকে আমার বড় ছেলে মোঃ সালাহ উদ্দিন ও মেজো ছেলে মোসলেহ উদ্দিন শরীয়তপুরে এসেছে। কিন্তু প্রতিপক্ষরা তাদের নিজেদের বসত ঘরে লাঠি-সোটা দিয়ে ভাংচুর করে তার মিথ্যা দ্বায়ভার আমার সন্তানদের উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আমরা সংশয় বোধ করছি বলেও জানান বৃদ্ধার স্ত্রী।

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »