২২ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

কয়রায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

1 min read

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কপোতাক্ষ নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান এই অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান বলেন,সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করে আসছিলো।বিষয়টি জানতে পেরে পৃথক অভিযানের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান কয়রা উপজেলায় যোগদানের পর হতে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোটায়।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »