ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালন করে বিপাকে জবি ছাত্রলীগ নেতা

1 min read

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে কয়েকদিনে চলমান হিট ওয়েবে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে গিয়ে বিপাকে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম সানিম। জানা যায়,ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচির পর কয়েকজন ছাত্রলীগের কর্মী নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সানিম।  এতেই জবি ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতৃত্ব তার উপর বিরাগভাজন হয়ে ছাত্রদলসহ নানান ট্যাগ দিয়ে তাকে ক্যাম্পাস ছাড়া করতে মরিয়া হয়ে উঠেছেন। 

তবে কয়েকজন ছাত্রলীগ নেতার অভিযোগ, ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মসূচি পালন করতে হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের অনুমতি নিতে হবে এইরকম একটি অঘোষিত নিয়ম চালু করেছে বর্তমান কমিটি। তাদের বাহিরে কেউ এককভাবে কোন কর্মসূচি পালন করলেই তাদের বিরুদ্ধে সভাপতি-সাধারণ সম্পাদক বিরাগভাজন হোন এবং বিভিন্ন ট্যাগ দিয়ে ক্যাম্পাস ছাড়া করতে মরিয়া হয়ে উঠেন।

জানা যায়,সানিম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এবং বিশ্ববিদ্যালয়ের পূর্বের বিভিন্ন কমিটির নেতাদের সঙ্গে ই রাজনীতি করে আসছেন। সানিম সর্বশেষ কমিটিতে সহ-সভাপতির মতো পদে আসীন হোন।  

বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত সানিম নিয়মিত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হোন এটা জবি ছাত্রলীগের শীর্ষ নের্তৃত্ব চান না। এইজন্যই তার বিরুদ্ধে কুৎসা রটনা করে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার জন্য উঠেপড়ে লেগেছেন।

এ বিষয়ে জানতে চাইলে, জবি ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম সানিম বলেন, শুধু আমি না, কমিটির অন্যান্যদেরকেও একইভাবে এইসব রটানো অভিযোগ দিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে শীর্ষ নের্তৃত্ব। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচিতে যুক্ত হই এটা উনারা চান না। আবার ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মসূচি পালন করলেও উনারা এটা ভালো চোখে দেখেন না। আমাকে থ্রেট দেই সবসময় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মান্য করতে হবে কেন, তুমি কিভাবে রাজনীতি করবা দেখে নিবো আমরা। ছাত্রলীগ মানেই আমরা বিশ্ববিদ্যালয় আমাদের নির্দেশে চলবে কোনো কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী না।

তিনি আরও বলেন, ২০১৬ সালের একটা ছবি নিয়ে আমাকে এই ট্যাগ দেয়া হচ্ছে। অথচ সে-সময় আমি ক্যাম্পাসে আসলাম মাত্র এক সপ্তাহ হলো। আমার জেলা সমিতির একটা অনুষ্ঠানে গিয়ে সবাই একসঙ্গে ছবি তুলেছে। সেই ছবি জেলা সমিতির পেইজে  আপলোড হয়েছে এবং সেটা সবাই ছাত্রকল্যাণ এর অনুষ্ঠান বলে শেয়ার দিয়েছে। এখন সেই ছবিতে নাকি কোন ছাত্রদল নেতা আছে এই অভিযোগ দিয়ে আমাকে ছাত্রদল ট্যাগ দেওয়া হচ্ছে। 
ভিত্তিহীন কোনো প্রমাণ ছাড়াই আমাকে হয়রানির উদ্দেশ্য নিউজ করে তারা ব্যক্তিস্বার্থ হাসিল করতেছে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »