ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুববন্ধু সংগঠনের উদ্যোগে ১৩০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

1 min read

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুব বন্ধু সংগঠনের উদ্যোগে ১৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র, কর্মহীন ও অসহায় পরিবার গুলোর মাঝে এসব সামগ্রী পৌঁছে দেয়।

ইফতার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারে ২ কেজি মুড়ি, ৩ কেজি আলু, ১ কেজি খেজুর, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চনা বুট বিতরণ করা হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা অলিউল্লাহ সওদাগর, ৫ নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, সংগঠনের পরিচালক রবিউল্লা রনি, তাজুল ইসলাম, সোহান কামাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পরিচালক সোহান কামাল বলেন, প্রবাসী ভাইদের পরিশ্রমের টাকায় ইফতার সামগ্রী কিনে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে পৌঁছে দিচ্ছি। আমাদের সংগঠন এর উদ্দেশ্য হচ্ছে, আমাদের মতো করে আমাদের প্রতিবেশিরাও যেন সুন্দর করে ইফতার করতে পারে তা নিশ্চিত করা।

সংগঠনের অন্য পরিচালক মাহফুজুর রহমান বলেন, আমরা ১২,৭১০ টাকা নিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এ বছর আমরা এক লক্ষ ৫০ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

সংগঠনের উপদেষ্টা অলিউল্লাহ বলেন, আমাদের সংগঠনের সাথে জড়িয়ে থাকা চাকুরীজীবী প্রবাসী এবং ছাত্র ভাইদের সহযোগিতা আমাদের সংগঠনের কার্যক্রম চলছে। প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা ইফতার বিতরণে রয়েছি। ইনশাআল্লাহ সামনেও থাকবো।

সংগঠনের উপদেষ্টা ৫নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন বলেন, প্রবাসীদের সহায়তায় তিন বছরে আমাদের সংগঠনটি অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের সংগঠনের সাথে জড়িয়ে থাকা সকল সদস্য প্রবাসী এবং কলাকৌশলীদের ধন্যবাদ জানাই।

সংগঠনটি ২০২১ সালে শুরু করার মাধ্যমে উল্লেখযোগ্য ভাবে নিয়মিত রক্তদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, অসহায় মানুষের নতুন ঘর নির্মাণ, রমজান মাসে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক অনুদান, ফ্রি অক্সিজেন সেবা প্রদান করে থাকেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »