ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

গৌরসার মানবিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেহরী এবং পুরস্কার বিতরণ

1 min read

সোহরাব সাহেব অভ্র :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসারে ‘মানবিক সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে চতুর্থ বারের মতো দোয়া ও সেহরী এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার ৩১ মার্চ দিবাগত রাতে এলাহাবাদ ডিজেএস দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে ওই সেহরী এং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাওলানা ক্বারী সূজ্জাত আলী এর সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. তোফায়েল আহম্মেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, গৌরসার মানবিক সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি ও রোমানিয়া প্রবাসী মোঃ আইনুল হক রাজু।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ‘গৌরসার-এলাহাবাদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হান্নান। গৌরসার মানবিক সমাজ কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পদক এসকে হৃদয়, সংগঠনের সদস্য জাহিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য লোকজন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক তোফায়েল আহম্মেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিগত সময়ের কুরআনে হাফজরা যেভাবে এ মাদ্সা থেকে সন্মানের সহিত লেখাপড়া করেছেন সেভাবে নতুনদের আহ্বান রইলো। আর আমাদের সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে সেভাবে তোমাদের কে গড়ে তুলতে হবে। দেশ ও জাতীর কল্যাণে সর্বদা কাজ করা এবং আল্লাহকে রাজি খুশি রাখার চেষ্টা করতে হবে।

এছাড়া তিনি আরও বলেন, মাদ্সারা মান উন্নয়নে সব সময় আমাদের সংগঠন কাজ করে যাবে। যে কোনো সহায়তায় আমরা মাদ্রাসার পাশে আছি।

সেহরী ও দোয়া মাহফিলের আগে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষে সংগঠনের পক্ষ থেকে ৬০জন মাদ্রাসার ছাত্রের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ‘গৌরসার মানব কল্যাণ সংস্থা’ গত চার বছর ধরে এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে কুরআনে হাফেজদের মাঝে ইফতার ও সেহরী আয়োজন করে থাকেন। ওই গ্রামের প্রবাসীরা এ সংস্থার আর্থিক সহায়তায় ব্যাপক ভূমিকা পালন করেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »