২৪ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

1 min read

মোঃ আসাদুজ্জামান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে তুলসীপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃওমিজানুর রহমান ও ফরহাদ হোসেন এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক PPB বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কাছে ছুটে যান। রক্তদান সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক তাদের সাধ্যমত ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মশারি, কোয়েল, টুথপেস্ট, ব্রাশ, তেল, সাবান, মুড়ি ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ান।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র। এ সময় তিনি বলেন- প্রচেষ্টা ব্লাড ব্যাংক যেভাবে মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবিদার, এমন সংগঠনের সাথে মাঝেমধ্যেই নিজেকে জড়িত রাখতে পেরে খুব আনন্দিত বোধ করি, এভাবেই মানব সেবায় এগিয়ে যাক প্রচেষ্টা। প্রচেষ্টা ব্লাড ব্যাংক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি আবু বকর সুমন এ সময় তিনি বলেন- আমার সাধারণত রক্তদান কারি মানুষদের মানুষ নিয়ে কাজ করি তার পাশাপাশি সমাজের যে উন্নয়ন মূলক কাজে আছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদের ইফতি, উপজেলার সাতোর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আদিল সহ ১০ নং মোহনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাসুদুজ্জামান সাজু ,সহ সভাপতি মারুফ হাসান শাহ রনি, লিমন ইসলাম, মাহফিজুর রহমান,ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক বাদল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মীম, নুর নবী, মুন্না ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »