২৪ অক্টোবর, ২০২৪

ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

1 min read

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি পালনের কার্যক্রম।

পরে সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদের পক্ষে জাতির জনকের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী ও ইফতেখার আহাম্মেদ সুজন। এসময় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও সারাদিন ব্যাপী দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, এতিমখানা, হাসপাতাল, থানার হাজতখানায় বিশেষ খাবার বিতরণ সহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »