ভোরের জানালা

জনগণের কল্যাণে অগ্রদূত

বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা

1 min read

মোঃ আসাদুজ্জামান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হতে উত্তোরণের জন্য দিনাজপুরের বীরগঞ্জে ৩৪৪টি পরিবারকে আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা দিচ্ছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কর্মসূচীর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হতে উত্তোরণের লক্ষ্যে এ মাসে ১০৭টি পরিবারের মাঝে গাভী ক্রয়ের জন্য আনুষ্ঠানিক ভাবে ১৮হাজার টাকা তুলে দেওয়া হয়। পর্যায়ে ক্রমে বাকী পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার সাধন দাস, ডরিস লিয়া হাসদা, সতিশ চন্দ্র, স্পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন প্রোগ্রাম অফিসার গোল্ডের সরকার, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোছাঃ তহমিনা প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে উপকারভোগী প্রতিটি পরিবারকে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গাভী পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Please follow and like us:
স্বত্ব © ২০২৪ ভোরের জানালা | Newsphere by AF themes.
Translate »