বিল্লাল হোসেনঃ দেবিদ্বার:
মুজিব বর্ষ-২০২০ শিক্ষার মান-উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ।
শনিবার কলেজ মিলনায়তনে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক সচিব,মন্ত্রী ও সংসদ সদস্য এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ কমিটির সদস্য এড,নিজামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যাক্তিত্ব বাবু কালীপদ মজুমদার, ইন্জিনিয়ার আনিসুজ্জামান, সামসুল মনির, আব্দুর রহমান ভুইয়া।
প্রধান অতিথি এবিএম গোলাম মোস্তফা সাহেব বলেন, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষকে বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এ বর্ষ উদ্যাপন করা হবে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত এই তেজস্বী নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। দেশটির স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তখনি বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ হবে যখন শিক্ষা-দীক্ষা ও জ্ঞান গরিমায় দেশ সম্মৃদ্ধ হবে। মাদক একটি ব্যাধি তোমরা মাদক থেকে দূরে থাকবে। তোমরা অন্যায় ও জুলুম করবে?এমন প্রশ্নের উত্তরে ‘না’ সূচক জবাব দিলে, তিনি ধন্যবাদ জানান।
ছাত্র জীবনে কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে শিক্ষা জীবন সমাপ্ত করে জ্ঞান- বিজ্ঞানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে- এই হোক মুজিব বর্ষের অঙ্গিকার।
অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহর বানী থেকে সুরা পাঠ, জাতীয় সঙ্গীত এবং শপথ বাক্য পাঠ করা হয়। পরে আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন অত্র কেলেজের ছাত্র জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা আঃ রহিম, মোঃ ইউনুস মাষ্টার।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন যাদব দেবনাথ অঞ্জন ও ফোরকান আহমদ।