সুমেন মন্ডলঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে রাজশাহীতে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
আজ শনিবার সকালে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেলুন উড়িয়ে আনন্দ র্যালী বের করা হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত আইজি আবুল কাশেম ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ন কবীর।
র্যালীতে পুলিশ সদস্যরা ছাড়াও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন,এই ধারণাকে ধারণ করে সারা দেশে পুলিশ-জনগণ এক কাতারে এসে কাজ করছে।এতে সমাজের মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দেয়া সহজ হয়ে উঠেছে।