রায়হান রোহানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ মো.জাহিদুল ইসলামের নিকট গতকাল (শনিবার) সাধারণ শিক্ষার্থীরা হলের সার্বিক নিরাপত্তা,আবাসন সংকটের তীব্র সংকট,নামাজ পড়ার জায়গা সংকুলান না হওয়া,সুপেয় পানির সু-ব্যবস্থা না থাকা,হলের ডাইনিং-ক্যন্টিনে নিম্ম মানের ও অপুষ্টকর খাবার পরিবেশন করা এবং পুকুর থাকা সত্ত্বেও ঘাট না থাকাসহ
৬ দফা দাবী সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আরেফিন মেহেদী হাসানের স্বাক্ষরিত দাবী ৬ টি তুলে ধরা হলো:
১.প্রতি ফ্লোরে সিসি ক্যামেরা স্থাপন।
২.সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে ফিল্টারিং পানির ব্যবস্থা গ্রহণের জন্য যথাযত পদক্ষেপ নেওয়া।
৩.সকল শিক্ষার্থী যাতে নির্বিঘ্নে নামাজ পড়ার সুযোগ পায়,সেজন্যে মসজিদ সম্রসারণে যথাযত উদ্যোগ নেওয়া।
৪.শহীদ হবিবুর রহমান হলের সম্মুখে একটি পুকুর আছে,যেটিতে অনেক শিক্ষার্থী গোসল করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু কোন পুকুর ঘাট না থাকায় এবং পুকুরের নোংরা পরিবেশের জন্য অনেকে গোসলে অনিচ্ছা প্রকাশ করে।তাই পুকুর ঘাট উন্নয়নসহ পুকুরের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৫.শহীদ হবিবুর রহমান হলের মত সুনামধন্য হলে অনেক শিক্ষার্থী দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ বর্ষেও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না।যার ফলে অনেকে বাহিরে অবস্থান করে যা পড়াশোনার জন্য সহায়ক নয়।তাছাড়া অনেকে নিরাপত্তাহীনতায় ভোগে।এই অবস্থায় তীব্র আবাসন সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৬.হলের ডাইনিং ও ক্যান্টিনে অতি নিম্নমানের খবার সরবারহ করা হয়।যেখানে পুষ্টি গুনাগুণ প্রায় অনুপস্থিত যা শিক্ষার্থীদের আহার করে পড়াশোনায় মনোনিবেশ করা অনেক কষ্টকর।