এনারুল ইসলাম রবি, বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা সীমান্ত হতে ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি।
আজ রোববার সকালে আলাইপুর সীমান্তের পদ্মার চর থেকে তিন হাজার ৩৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি’র ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে আলাইপুর বিওপি’র সুবেদার মোঃ আবু তালেবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাঘা থানাধীন পদ্মা নদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে। এসময় তারা ৩,৩৩০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি টহল দল।